শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

  কেশবপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সাথে শ্রাবণের মতবিনিময়

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে কেশবপুর উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২২ শে নভেম্বর ) উপজেলার আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে সম্মিলিত শিক্ষক কর্মচারী জোট, কেশবপুর-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
 মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি  কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্যে এই নির্বাচনে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে বিজয়ী করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শিক্ষকদের প্রতি তার নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং তাদের সমর্থন প্রত্যাশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আপনাদের ভূমিকা সমাজের জন্য অপরিহার্য। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে আমরা জনগণের ভোটাধিকার এবং আপনাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে বদ্ধপরিকর। আমি আশা করি, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে পরিবর্তনের সূচনা করবেন।
সম্মিলিত শিক্ষক কর্মচারী জোট, কেশবপুর, যশোরের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ আবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সাবেক আহবায়ক ,মশিউর রহমান, সহ-সভাপতি কেশবপুর উপজেলা বিএনপি ও চেয়ারম্যান সদর ইউনিয়ন প্রভাষক আলাউদ্দিন আলা ও সাংগঠনিক সম্পাদক কেশবপুর উপজেলা বিএনপি হুমায়ুন কবীর সুমন ।
সভাটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক কর্মচারী জোট, কেশবপুর, যশোরের সদস্য সচিব মোঃ আব্দুল গফফার। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে একাত্মতা প্রকাশ করেন।
এর আগে কাকিলাখালী সম্মিলনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন ও ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আরো পড়ুন

সর্বশেষ