প্রতিনিধি:
অভয়নগরের ভৈরব নদে ২২ ঘন্টা পর ভেষে উটলো মামুনের লাশ। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে অভয়নগরে ভৈরব নদীতে একসাথে ৩ বন্ধু গোসল করতে য়ায়। এসময় অন্য দু’জন তীরে উঠলেও মামুন মল্লিক তলিয়ে যায়। স্থানীয়রা তাকে খোজা খুজি করে না পেয়ে ডুবুরিদলের খবর দেয়। তারাও গীভর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ব্যার্থ হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তার লাশ ভেষে ওঠে। মামুন মল্লিক উপজেলার সিদ্ধিপাশা এলাকার মোজাফ্ফার মল্লিকের ছেলে। #
ভৈরব নদে ২২ ঘন্টা পর ভেষে উটলো মামুনের লাশ

