শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে অস্ত্র গুলি উদ্ধার

আরো খবর

 কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত পিস্তলে লেখা রয়েছে মেইড ইন ইন্ডিয়া।রোববার দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ বলছে অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যায়। এসময় তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। মাসুদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র-হত্যাসহ ১০টির অধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে। তবে কেউ আটক হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ