প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ফেসবুকে লাইভ করতে গিয়ে যশোরে ইব্রাহীম হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার রাতে অনেকের মতো ইব্রাহীম অগ্নিকান্ডের ভিডিও ফেসবুকে লাইভ করছিলেন। কিছুক্ষণ পর ইব্রাহীমের মুঠোফোন বন্ধ হয়ে যায়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মরদেহের সন্ধান মেলে। ইব্রাহীম (২৭) একটি বেসরকারি কোম্পানিতে শিপিং সহকারী পদে চাকরি করতেন। তিনি যশোরের বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে। সোমবার সকালে তার লাশ গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

