শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 

আরো খবর

 ভ্রাম্যমাণ প্রতিনিধি:

যশোরের চৌগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী, রেলি  ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌগাছা পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সহসভাপতি ইউনূস আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঅধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সেক্রেটারি আব্দুল হালিম চঞ্চল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।

আলোচনা সভার আগে অতিথিরা র‍্যালিতে অংশ নেন এবং স্টল পরিদর্শন করেন।

আরো পড়ুন

সর্বশেষ