শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে নতুন সার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন

আরো খবর

  শ্যামনগর প্রতিনিধি: নতুন সার নীতিমালা ২০২৫ কার্যকর হলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের ঝুঁকি তৈরি হবে,এই উদ্বেগে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ১০টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১০৮ জন খুচরা সার ডিলার এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার আওতায় তারা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সার বিতরণ করছেন। কিন্তু নতুন নীতিমালা চালু হলে সার বিতরণ ব্যবস্থা ব্যাহত হবে, আর জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন হাজারো পরিবার।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা খুচরা সার ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা এস কে কামরুজ্জামান (কচি)সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,ডিলার আব্দুর রাজ্জাক, ফয়সাল হাসান (আলভী) সুবাস মন্ডল।
বক্তাদের দাবি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে দ্রুত এবং স্বল্প লাভে সার পৌঁছে দিতে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেক ক্ষেত্রে কৃষকেরা বাকিতে সার পান, যা অন্য ব্যবস্থায় সম্ভব নয়।
মানববন্ধন শেষে ডিলারদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। তারা জানান, যদি শুধুমাত্র B.C.I.C. এবং B.A.D.C. ডিলারদের মাধ্যমে সার বিতরণ করা হয়, তাহলে প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।
খুচরা ডিলাররা নীতিমালাটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনের সতর্কবার্তাও দেন।

আরো পড়ুন

সর্বশেষ