শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে সাড়ে ৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি মালামালসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী বিজিবি’র অভিযানে বেনাপোল, রঘুনাথপুর, শাহজাদপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ী, কম্বল, শাল-চাদর, কীটনাশক, চকলেট, ঘাসের বীজ, সার্জিক্যাল সামগ্রী এবং কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের বাজারমূল্য ৪ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা।

অভিযানে আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানা এলাকার সাদীপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিপন হোসেন (২৮) এবং নামাজগ্রাম গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে মোঃ রাব্বি (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে চোরাচালান দমন সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত সব পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ