শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন: ৪ জনের জেল জরিমানা

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর মৌজায় এই অভিযান পরিচালনা করেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তাসমিন জাহান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিপন হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিকী (১৯), আন্দুলিয়া গ্রামের টিটো হোসেনের ছেলে জুল হোসেন (১৯), পৌর এলাকার ইছাপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে জুয়েল রানা (৩৫) এবং পুড়াপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে আবু বক্কর (১৯)।অভিযানকালে মাটি পরিবহনে ব্যবহৃত ৩টি গাড়ি জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।
এর আগেরদিন বুধবার (২৬ নভেম্বর) চৌগাছা উপজেলার দীঘলসিংহা মৌজায় একই নদীর পাড় কেটে মাটি উঠানোর অপরাধে আরও একজনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হলেন সদর ইউনিয়নের মৃত তৈমুর রহমানের ছেলে আজমির রহমান (৪৭)।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান বলেন, কপোতাক্ষ নদের পাড় কেটে মাটি উত্তোলন নদীভাঙনসহ পরিবেশগত ঝুঁকি বাড়ায়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী কেউ অনুমতি ছাড়া মাটি কাটতে পারবে না। যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নদীর পাড় ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ