শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর পৌরসভার নির্বাচন আইনের মারপ্যাঁচে ২৮ তারিখে হচ্ছে না ভোট গ্রহণ

আরো খবর

  1. আইনের মারপ্যাঁচে আপাতত থমকে গেছে যশোর পৌরসভা নির্বাচন। হাইকোর্টের নির্বাচন স্থগিত আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্থগিত করায় থমকে গেলো। ফলে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন হচ্ছে না

এদিকে হাইকোর্টের ৯ ফেব্রুয়ারির আদেশের কপি ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যশোর নির্বাচন অফিসে চলে আসায় ভোটগ্রহণের দিন পেছানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন করিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের উপর তিন মাসের স্থগিত আদেশ দেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। কিন্তু সেই আদেশের কপি যশোর জেলা নির্বাচন অফিসে না আসায় ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দেয়াসহ বেশ কিছু নির্বাচনী কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবারও যশোর জিলা স্কুলে ইভিএমএ ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু বিকেলে নির্বাচন কমিশন থেকে হাইকোর্টের আগের আদেশের বরাতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত যশোর পৌরসভা নির্বাচন স্থগিত রাখতে চিঠি দেয়া হয়। ফলে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হচ্ছে না। এই তফসিল রেখেই ভোটগ্রহণের তারিখ পুণঃনির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোর পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন পঙ্কজ কুমার কুন্ডু।

এর আগে গত ১৯ জানুয়ারি যশোর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচন হওয়ার কথা।

এ ব্যাপারে যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন অফিসে ৯ ফেব্রুয়ারির হাইকোর্টের নির্বাচন স্থগিতের রায় এসেছে।

চিঠির সূত্র ধরে গত ৯ ফেব্রয়ারির পরবর্তি সব কার্যক্রয় স্থগিত করা হয়েছে। এজন্য ২৮ ফেব্রুয়রি নির্বাচন করা সম্ভব হবে না। নির্বাচন কমিশন থেকে পরবর্তি নির্দেশ পাওয়ার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই নির্বাচনের পরবর্তি তারিখ ঘোষণা করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ