শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা সীমান্ত থেকে ৫৫৫ বোতল উইনকোরেক্স ও ফেন্সিডিল জব্দ

আরো খবর

সুমন হোসাইন: যশোরের শার্শা উপজেলার বিওপি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০৫ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপসহ ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি।

বিজিবির জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি সীমান্ত এলাকা রুদ্রপুর,গোগা, কায়বা এবং পুটখালী বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৫৫ বোতল নেশাজতীয় ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

এর আগে (২১ নভেম্বর) রুদ্রপুর সীমান্ত থেকে ৫০ পিস উইনকোরেক্স সিরাপ জব্দ করে ২১ বিজিবি।

বিজিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত থেকে বর্তমান ফেন্সিডিলের নতুন সংস্করণ উইনকোরেক্স সিরাপ অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সীমান্তে উইনকোরেক্স সিরাপ প্রবেশে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

 

উদ্ধারকৃত উইনকোরেক্স সিরাপ ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা ধ্বংস করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ