শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বন্ধুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: বন্ধুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে যশোরে প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ   ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। ধর্ষণে অসুস্থ হয়ে পড়ায় তাকে  যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা। বৃহম্পতিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে বলে ভুক্তভোগী  চিকিৎসকদের জানিয়েছেন। ভুক্তভোগী তরুনী  চৌগাছা উপজেলার বাসিন্দা।

অভিযোগ করা হচ্ছে চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।

বৃহস্পতিবার  কৌশিক তাকে বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে যশোরের রাজারহাট বি কে সিটি হোটেলে নিয়ে যান। পরে সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই তরুণী শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক সাংবাদিকদের বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে, ওই তরুণী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।” এ বিষয়ে জানতে কৌশিকের মোবাইল নাম্বারে কল করা হলে তিনি সাংবাদিকের  সঙ্গে পরে কথা বলব বলে  সংযোগ কেটে দেন। এ বিষয়ে বিকে সিটির অফিসিয়াল মোবাইল নাম্বারে কল করলে ঘটনার বিষয়ে কোনো মামলা হয়নি বলে বক্তব্য দিতে সম্মত হননি।

আরো পড়ুন

সর্বশেষ