শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

আরো খবর

লোহাগড়া প্রতিনিধি:
নড়াইলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রাম আবার ও অশান্ত হয়ে উঠেছে।  এক যুবকে পিটিয়ে হাত,পা ভেঙে দিয়েছে নাশকতার মামলার আসামিরা।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির ২টি গ্রুপ গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিলো। এর ধারাবাহিকতায় শনিবার   সকালে প্রতিপক্ষের হামলায় আহত হন ওই গ্রামের মৃত ইয়ারা আলী শেখের ছেলে পটু শেখ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবক পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন এমন সময় ওই গ্রামের নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ সন্ত্রাসী আলামিন ঠাকুর কাঞ্চন ঠাকুর আনিস ঠাকুর সহ ১৫/১৬ জন দেশীয়  অস্ত্রে সজ্জিত হয়ে তার ঘরে ঢুকে টেনে এনে প্রকাশ্যে তার হাত এবং পা পিটিয়ে ভেঙে দেয়। অনেক চেষ্টাকরেও তার স্ত্রী তাকে উদ্ধার করতে পারে নাই এমনকি পটুর স্ত্রী ও আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
ওই গ্রামের প্রতিপক্ষের ঠাকুর গ্রুপের নেতা আলামিন ঠাকুরকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
স্বজনরা পটুকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।
এবিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিতকুমার রায় বলেন ঘটনার সত্যতা পেয়েছি । পটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। এখনো মামলা হয় নাই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ