শাহাজান শাকিল, মণিরামপুর :যশোরের মনিরামপুর উপজেলার ভবদাহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিল কপালিয়ায় চলছে কচুরিপানা অপসারণের উদ্যোগ। স্বেচ্ছাশ্রমের এই কর্মযজ্ঞে মনোহরপুর ও নেহালপুর—দুই ইউনিয়নের মানুষ একযোগে অংশ নিয়েছেন।২৯ নভেম্বর শনিবার তারা এ কার্যক্রম শুরু করেন ।
স্থানীয়রা জানান, বর্ষাকাল জুড়ে জমে থাকা স্থায়ী পানির কারণে কৃষিজমি, বসতবাড়ি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবেই তারা স্বেচ্ছায় শ্রম দিয়ে বিলের কচুরিপানা পরিষ্কার করছেন, যাতে দ্রুত পানি নেমে গিয়ে কৃষিকাজ স্বাভাবিক হয়।
স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

