শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে 

আরো খবর

একাত্তর ডেস্ক:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, ‘আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কি না, সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

তিনি আরো বলেন, গত তিন দিন (২৭, ২৮ ও ২৯ তারিখ) বেগম খালেদা জিয়া একই রকম অবস্থায় আছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, আমাদের চিকিৎসকদের ভাষায় উনি তা মেইন্টেইন করতে পারছেন। অর্থাৎ উনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা চিকিৎসা দেন কিন্তু সুস্থ করে তোলার মালিক আল্লাহ।
তাই উনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তা গ্রহণ করে তিনি যেন সুস্থ হয়ে যেতে পারেন সে জন্য দোয়া করবেন।

বিদেশে নেওয়ার বিষয়ে ডা. জাহিদ বলেন, বিদেশ নেওয়ার বিষয়টি নির্ভর করছে বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে এবং জানানো হবে। বেগম খালেদা জিয়ার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সূত্র: কালের কন্ঠ

আরো পড়ুন

সর্বশেষ