যশোর প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকু-ে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ইব্রাহীম হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়াতে শোকের মাতম বইছে। সোমবার ভোররাতে চট্টগ্রাম থেকে এ্যাম্বুলেন্সে ইব্রাহিমের মরদেহ আসলেই পরিবার স্বজনদের গগণবিদারী আহাজারিতে চারপাশ ভারি হয়ে উঠে। সন্তান হারিয়ে একদিকে মা-বাবা যেমন বাকরুদ্ধ অন্যদিকে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি খাতুন জীবনসঙ্গীকে অকালে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছেন।
ইব্রাহীম (২৭) প্রাণ আরএফএল কোম্পানিতে ওই এলাকায় শিপিং সহকারী পদে চাকরি করতেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আবুল কাশেম মুন্সীর ছোট ছেলে।
ইব্রাহীমের মা বলেন, ‘শনিবার রাত নয়টায় ইব্রাহীমের সাথে মুঠোফোনে আমাদের শেষ কথা হয়। ঈদে বাড়ি এসে সন্তানের মুখ দেখতে চেয়েছিলো সে। পুত্র সন্তান হলে মাদরাসায় পড়াতে চেয়েছিল, হাফেজ বানাবে। কিন্তু অগ্নিকা-ে ইব্রাহীমের সেই স্বপ্ন শেষ হয়ে গেলো।’
ইব্রাহীম মারা যাওয়ার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে জেলার মনিরামপুরের খাটুয়াডাঙ্গা গ্রামের আহত ফায়ারসার্ভিস কর্মী গাওছুল আজমের বাড়িতেও চলছে আহাজারি।
সীতাকু-ের বিএম ডিপোর অগ্নিকা-ে নিহত যশোরের ইব্রাহীমের বাড়িতে বইছে শোকের মাতম
![Jessore Chittagong F[00_00_33][20220606-191709]](https://projonmoekattor.com/wp-content/uploads/2022/06/Jessore-Chittagong-F00_00_3320220606-191709-1068x601.png)
