বেনাপোল (যশোর) প্রতিনিধি :
শীতের শুরুতেই বাড়ছে কুয়াশা ও ঠান্ডা। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যশোরের শার্শা ও বেনাপােলের অধিকাংশ বোরা ধানের বীজতলা। গাছ বিবর্ন হয়ে শুকিয়ে মারা যাচ্ছে। বিপাকে পড়েছেন কৃষকেরা।
শার্শা বেনাপোল বাগআচড়া নাভারনসহ উপজেলার বিভিন্ন এলাকায় আগাম বোরোধান বীজতলা তৈরী করেছেন এলাকার চাষীরা। আগম চাষে ফলন ভাল ও ক্ষতিগ্রস্ত কম হওয়ায় কৃষকেরা তৈরী করেন বোরো বীজতলা। তবে এবার আগাম শীত ও কুয়াশার কারনে এলাকার বেশ কিছু কৃষকের বীজতলা নষ্ট হচ্ছে বলে জানান চাষী আরমান হোসেন ও মোক্তার আলী । গরম পানিসহ ও ঔষধ ছিটিয়ে বীজতলা রক্ষার চেষ্টা করছেন তারা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোর আবাদের জন্য উপজেলায় ৯৭০ হেক্টর জমিতে বীজতলা তৈরীর কাজ চলমান আছে । ইতিমধ্যে ৭০হেক্টর জমিতে তৈরী হয়েছে বীজতলা।
এ বিষয়ে কৃষি অধিদপ্তর কৃষকদের সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা- দিপক কুমার সাহা

