শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে যৌথবাহিনীর অভিযান:বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র উদ্ধার, আটক ৪

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল,গুলি,দেশিয় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার আলতাপোল ও ভোগতি গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান করা হয়।

কেশবপুর পুলিশ জানায়,ভোরে অভিযানে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জল (৩৮)এর বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে একটি মার্কিন তৈরি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি,একটি ম্যাগাজিন, দেশিয় দা, রামদা,খুর, চায়নিজ কুরাল, চাপাতিসহ ২০টির বেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া পাওয়া যায় দুটি ইলেকট্রিক শক মেশিন, টাকা গোনার মেশিন, চারটি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন,খালি মদের বোতল,গাঁজা সেবনের সরঞ্জাম,৩০ পিস ইয়াবাও১কেজি গাঁজা। অভিযানে গ্রেফতার আসামিরা হচ্ছে,কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের আব্দুল আজিজের ছেলে আলমগীর (৪০), আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূল গ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল(২২)ও আলতাপোল গ্রামের নজির বিশ্বাসের ছেলে উজ্জল (৩৮)।
কেশবপুর থানার ডিউটি অফিসার জানায়, উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছেন যৌথ বাহিনী।

আরো পড়ুন

সর্বশেষ