শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরের ঘিবা সীমান্তে ৪১ কেজি গাঁজা জব্দ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন ৪৯। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঘিবা বিওপির একটি টহলদল এ মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে টহলদল ঘিবা পূর্বপাড়া বরই বাগানসংলগ্ন মাঠে অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে ভারতের দিক থেকে কয়েকজন লোক মাথায় বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। টহলদল ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা উদ্ধার করে খুলে দেখা যায়, এর ভেতরে ভারতীয় গাঁজা রয়েছে। পরিমাণে ৪১ কেজি গাঁজার সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।
আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ