নিজস্ব প্রতিবেদক/ কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জল বিশ্বাস (৩৯) যশোর কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজ্জল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে যৌথবাহিনীর হাতে আটক উজ্জলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন এবং নথিতে উল্লেখ ছিল তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারারক্ষীরা জানান, তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা জানান,উজ্জলের শরীরের বিভিন্ন স্থানে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, যা তার মৃত্যুর কারণ হতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী উজ্জলসহ চারজনকে আটক করে। অন্য তিনজন হলেন জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও রাসেল। অভিযানস্থল থেকে একটি বিদেশি পিস্তল,ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলে জানায় যৌথবাহিনী। উজ্জলের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়।
এব্যাপরে পৃথক তিনটি মামলা দায়ের হয় এবং শুক্রবার আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়।
কেশবপুর প্রতিনিধি জানান,কেশবপুর থানা পুলিশ পৌর যুবদলের সাবেক যুগ্নসম্পাদক ওলিয়ার রহমান উজ্বল(৩৮)কে ইয়াবা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার ভোর রাতে যৌথবাহিনীর অভিযানে আটক হন তিনি। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার হয়। নিহত উজ্জলের বড় ভাই কেশবপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত কাউন্সিলর ও পৌর বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক।

