শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ১৫৮ জন প্রধান শিক্ষককে শোকজ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুরে তিন দফা দাবিতে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেওয়ায় ১৫৮ জন প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রোববার ডাকযোগে পাঠানো এই নোটিশে তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

৩ ডিসেম্বর থেকে সারাদেশের প্রাথমিক শিক্ষকরা সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করছেন। কর্মসূচির কারণে কেশবপুরে বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হওয়ায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা শোকজের আওতায় আসেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যা পরবর্তী সিদ্ধান্তের জন্য অধিদপ্তরে পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ