শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলের ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। পরিবেশ অধিদফতর ইটভাটার চিমনি, কীলন এবং সমস্ত কাঁচা ইট ভেঁঙ্গে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দিয়েছে।

 

পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম এবং নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে জেলা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, কালিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি এ অভিযানে কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত মোট ছয়টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

 

 

পরিবেশ অধিদফতর, নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপি অভিযানে কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস ও মেসার্স আর বি আই ব্রিকস এবং জিকজ্যাক পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইটভাটার চিমনি, কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঁঙ্গে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে পরিবেশ অধিদফতর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম বলেন, ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা ভেঁঙে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরো পড়ুন

সর্বশেষ