শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহম্মদপুরে পুলিশিং কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

আরো খবর

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরের নহাটা বাজার ভিত্তিক বিট নং-৮ পুলিশিং কার্যক্রম ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নহাটা ইউনিয়ন পরিষদ চত্বরে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মোঃ বশির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন টোকন,প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, মোঃ মাহমুদ হোসেন,বিশিষ্ট সমাজসেবক আবু জাফর মোল্লা,নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবলু মোল্লা,জামায়াতে ইসলামীর নহাটা ইউনিয়ন শাখার আমীর আব্দুর শাকুর মাওলানা,প্রাক্তন মেম্বার জাকির হোসেন,মোঃ বাহারুল ইসলাম ও জাহিদুল ইসলাম জেড প্রমূখ।

সভায় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যবসায়ী, সংশ্লিষ্ট বিট পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার নিরাপত্তা জোরদার,মাদক ও সামাজিক অপরাধ দমন,যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ