শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতে যাওয়ার সময় ঝিকরগাছার স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। পুলিশের দাবি, তিনি বিস্ফোরক মামলার পলাতক আসামি।

 

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষনোনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত একজন আসামি বেনাপোল দিয়ে ভারতে যেতে পারে এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে ওই আসামি এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দিলে তার নাম ব্লাক লিষ্টে থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তিনি বিস্ফোরক মামলার আসামি। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

বেনাপোল পোর্টথানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসরাফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ