শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে মাদকবিরোধী অভিযানে দু’জনকে জেল জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী অভিযানে দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে ইয়াবাসহ পান্না (৪০)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন তাকে ১০০ টাকা অর্থদ- ও ২৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে সদর থানার তপস্বীডাঙ্গা কামারপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ হুসাইন হাসান (২২) কে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ টাকা অর্থদ- ও ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ