ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছা থানাধীন ৯ নম্বর স্বরূপদাহ ইউনিয়নের গধাধরপুর গ্রামে গধাধরপুর বাওড় থেকে জিদনি (১৪)নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন পুলিশহ।
শুক্রবার (১৯ ডিসেম্বর ) সকাল আনুমানিক ৮টায় লাশটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দা আবুল কালাম (৪৫) মাসিলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেনকে ফোনে অবহিত করলে তিনি চৌগাছা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
উদ্ধারকৃত ব্যক্তি যশোর সদর উপজেলার রাজারহাট রামনগর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে জিদনি ১(৪)। তার মা শিল্পী বেগম ইন্ডিয়া থাকেন। পুলিশ বলছেন জিদনি হয়তো ভারত থেকে আসছিল। পুলিশ আরও জানান জিদনি চলতি মাসের ১২ তারিখ থেকে নিখোঁজ ছিল। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

