ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকায় গাছের সঙ্গে বালুবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২০ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরীর নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের সঙ্গে আটকে পড়া ট্রাক থেকে চালক যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রামের রাকিব হোসেন (২০) ও হেলপার সুমন হোসেন (৪০) কে উদ্ধার করে।
উদ্ধারের পর আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে বালুবাহী ডাম্প ট্রাকটি নাভারন হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ নিহত বা আর্থিক ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এবং তারা দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে এবং সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন রয়েছে।

