শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা-ভাংচুর 

আরো খবর

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি-রায়গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়  বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘরে হামলা ও ভাংচুরের
অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে , রবিবার (২১ ডিসেম্বর) কলাগাছী বাজারে সবুজ সরদারের ছেলে সাকিব সরদারের সাথে স্থানীয় আ’লীগ কর্মী করিম শেখের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
এর জের ধরে নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উত্তম সাহা,  সমীর ঘোষ, আলাউদ্দিন মোল্যা,  মাহাবুর মোল্যা, সাহাবুর, কামাল শেখ, গফফার শেখসহ ২৫/৩০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কলাগাছী বাজারে অবস্হিত স্হানীয় বিএনপির অফিস ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা সাকিব সরদার (১৯) নামে একজন শিক্ষার্থীকে মারধোর করে।
এরপর দুর্বৃত্তরা আর কে, কে, জনতা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হাবিবুর রহমান ও অফিস সহায়ক হেলাল উদ্দিনের ওপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে তারা স্কুল ভবনে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা স্কুলের চেয়ার, টেবিল ভাংচুর করে।
এঘটনায় বিএনপি নেতা সাবু সরদারের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা করিম,সমীর ঘোস,উত্তমসহ ২৫/৩০ জন  বিএনপি অফিস ভাংচুর, স্কুলে আক্রমণ এবং ঘরবাড়ি ভাংচুর করেছে, যা দুঃখজনক। আমি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে আ’লীগ নেতা সমীর ঘোষ ও উত্তম সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের দুজনের ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নাই। তবে করিম শেখ নামে একজন আ’লীগ নেতা বলেন, ‘ ঘটনা  তুচ্ছ  এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ