শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে নারীসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) দূপুরে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতৃবৃন্দ।

 

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল হোসেন সিকদার, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, তবিবুর রহমান মনু জমাদ্দার, অ্যাড. আব্দুল হক, বিএনপি নেতা মুন্সী শাহিন উল্লাহ মোহন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. মধুমিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-১ (কালিয়া ও সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার উপদেষ্টা মাও. আব্দুল আজিজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

 

অপরদিকে, নড়াইল-০২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর প্রার্থী জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাও. তাজুল ইসলাম, খেলাফত মজলিস এর প্রার্থী মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মোঃ সোয়েব আলী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ