শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

৪ বলে ৩ উইকেট নিলেন মোস্তাফিজ  

আরো খবর

একাত্তর ডেস্ক:সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) নিজের সপ্তম ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। এক ওভারে ৪ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। মোস্তাফিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে বড় জয়ের দেখা পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় দুবাই। ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মোস্তাফিজ। তবে এই ওভার ভালো করতে পারেননি তিনি। ১৩ রান দেন এই টাইগার পেসার।

এরপর ইনিংসের ১৪তম ওভারে আবারও বোলিংয়ে আসেন মোস্তাফিজ। এ সময় ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে গালফ জায়ান্টস। বোলিংয়ে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফিজ। যদিও প্রথম বলেই তাকে চার মেরে দেন জেমস ভিন্স। পরের বলটি ওয়াইড। বৈধ দ্বিতীয় বলেই ভিন্সকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। অফ কাটার বলটিকে অনসাইডে খেলতে গিয়ে উইকেটকিপারকে ক্যাচ দেন ৩৪ বলে ৩৬ রান করা ভিন্স।

 

ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকা আজমতউল্লাহ ওমরজাইকে স্ট্রাইক দেন কাইল মায়ার্স। মোস্তাফিজের আরেকটি অফ কাটার রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান ২৬ বলে ৪৩ রান করা আফগান ব্যাটার।

মোস্তাফিজ পরের উইকেটটি পেয়েছেন অসাধারণ এক ডেলিভারিতে। লেগ স্টাম্পের বাইরে পড়া বলটি ডান হাতি শন ডিকসনের ব্যাটের বাইরের কানা পেরিয়ে বেল ফেলে দেয়।

৩ ওভার বল করে ৩৪ রান খরচায় ৩ উইকেট নেন মোস্তাফিজ। এক বল বাকী থাকতে ১৫৬ রানে অলআউট হয় গালফ। সেই রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় দুবাই। ম্যাচসেরার পুরস্কার জেতেন মোস্তাফিজ।

সূত্র:ইত্তেফাক

আরো পড়ুন

সর্বশেষ