শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর-২ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আরো খবর

বাঁকড়া,ঝিকরগাছা/চৌগাছা(যশোর) প্রতিনিধি:

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির  প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী ও জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

সোমবার ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের কাছ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৮৬ যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছাঃ সাবিরা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশফাকুজ্জান খান রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

এদিন দুপুরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা তানভীর আহমদের কাছ থেকে আরো বিএনপির প্রার্থীর পক্ষে আরো একটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় সাবিরা সুলতানা মুন্নীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আও লীয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও হাফিজুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকাল ১১টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা মোছা: রনি খাতুনের দপ্তর থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে উপস্থিত ছিলেন জামায়াতের আসন পরিচালক অধ্যাপক জয়নাল আবেদিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম।

মনোনয়নপত্র প্রদানকালে সহকারি রিটানিং কর্মকর্তা জামায়াত নেতৃবৃন্দকে সকল ধরনের নির্বাচনি আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।

আরো পড়ুন

সর্বশেষ