রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় কিশোর গ্যাংয়ের উৎপাটে অতিষ্ঠ এলাকাবাসী-প্রসাশনের হস্তক্ষেপ কামনা সচেতন মহলের।

আরো খবর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় কিশোর গ্যাংয়ের উৎপাটে এলাকাবাসী অতিষ্ঠ। প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।জানা যায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ও গদাইপুর ইউনিয়নের সিমান্তে কার্তিকের মোড়,বিরাশীর মোড়, তেতুলতলা গেদুর মোড় হতে পশ্চিমে চরের বিলের বিভিন্ন জায়গায় অপরদিকে তেঁতুলতলা হতে পুর্বে ঘোনা মসজিদ হয়ে মিন্টুর চায়ের দোকান পর্যন্ত। অন্যদিকে কার্তিকের মোড় সংলগ্ন বকুল তলা মোড় হতে মিজানের চায়ের দোকানের আশেপাশের বিভিন্ন নার্সারির আশেপাশের জায়গাসহ সিলেমানপুর বিল,বারুইডাংগা,বিরামপুর ও শ্যামনগর বিল এলাকায় কিশোর গ্যাংয়ের দল বল গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে এলাকার পরিবেশ নষ্ট করছে। কিশোর গ্যাংয়ের দল বল মাছ চুরি, নারকেল,আম,সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেই চলেছে। কিশোর গ্যাং গভীর রাত পর্যন্ত এলাকায় বিচরণ করছে বলেও অভিযোগ করে অনেকেই। তাদের কারনে বয়স্ক লোক সহ নারি পুরুষ হেনস্থা হচ্ছে। তারা মান সম্মানের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। কিশোর গ্যাংয়ের মধ্যে আবু হুরায়রা (২০) ইয়াসিন (১৮), জুয়েল (১৬) আবদুল্লাহ (১৭) বিপ্লব(১৫) রায়হান (১৪), সুমন (১৪), শাওন (১৩) ইমামুল (১৫), ইখলাস (১৫) ,আয়ুব মোড়ল (১৬)সহ আরো৫/৭ জন গত বুধবার গদাইপুর গ্রামের প্রফেসর মুরাদ হাসানের মৎস্য ঘেরে প্রবেশ করে দুজন কর্মচারীকে হুমকি দিয়ে গাছে থাকা নারিকেল পেরে নিয়ে আসে।পরবর্তীতে এদের মধ্যে আবদুল্লাহ ও রায়হানকে ধরে ফেলা হলে তারা অন্যান্যদের নাম স্বীকার করেন।পরবর্তীতে ঐ রাতে শত লোকের উপস্থিতিতে তাদেরকে অভিভাবকের কাছে তুলে দেয়া হয়। এবিষয়ে প্রফেসর মুরাদ জানান, এসমস্ত কিশোর গ্যাং এলাকাজুড়ে সক্রিয় ভাবে দিনের পর দিন বেড়েই চলছে। এসমস্ত কিশোর গ্যাংদের এই মুহূর্তে নির্মুল না করা যেতে পারলে ভবিষ্যতে এদের জীবন অন্ধকারে ছেয়ে যাবে। তাই আমাদের সকল অভিভাবকদের নিজ নিজ সন্তানদের ভালোভাবে খোঁজখবর নেয়া দরকার। সন্তানেরা কোথায় যাচ্ছে কি করছে সেদিকে নজর রাখতে হবে সকলের। ইউপি সদস্য আলাউদ্দীন গাজী জানান ,আমি শুনেছি কোন অভিযোগ পাইনি। অন্যদিকে এলাকার সচেতন মহলরা বলেন প্রসাশনের মাধ্যমে এখুনি কিশোর গ্যাংদের নিভৃত না করা যায় তাহলে এলাকায় মাদকদ্রব্য সয়লাব হয়ে যেয়ে পরিবেশ নষ্ট হয়ে যাবে।তাই তারা প্রসাশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ