লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে বিদায় নিলেন এক পৌর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার(২৩ ডিসেম্বর)বিকালে লক্ষীপাশা ডাকবাংলো সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে লোহাগড়া পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক শেখ বুলবুল ইসলাম(বুলু) আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবার ঘোষণা দেন।
তিনি বলেন, ব্যবসায়ীক ব্যস্ততা, পারিবারিক ও শারীরিক সমস্যার কারনে আমি রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ সহ দলের সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরো বলেন, আমি সম্প্রতি পবিত্র হজ্বব্রত পালন করেছি।
এখন থেকে আওয়ামী লীগের কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। উল্লেখ্য, পার্টস ব্যবসায়ী শেখ বুলবুল ইসলাম লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের রাজুপুর গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে।

