শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবো-অনিন্দ ইসলাম অমিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। বলেছেন জনগণের পূর্ণ অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকেই বিজয় ছিনিয়ে এনে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

বুধবার বেলা ১১টায় বিজয় দিবস উপলক্ষে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমরা জিয়ার সেই কালজয়ী আদর্শের পতাকাতলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন যশোর সদরের বিরামপুরের ভৈরব নদের পাড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি আরও বলেন, যশোরের গণমানুষের নেতা মরহুম তরিকুল ইসলাম শহীদ জিয়ার সেই আদর্শের পতাকা এ অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে যশোর হয়ে উঠেছিল জাতীয়তাবাদের অভেদ্য দুর্গ। আজ তরিকুল ইসলামের উত্তরসূরিরা সেই চেতনাকেই ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, যশোরের বিএনপি নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল। জেল-জুলুম আর চরম সংকটের মুখেও কেউ পিছু হটেনি। এ লড়াইয়ে যশোরে বিএনপির ৬৮ জন বীর সহযোদ্ধা প্রাণ দিয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে পারে না। শত প্রতিকূলতার মধ্যেও যশোরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেছেন।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন।

অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে চার মণ মাছের পোনা ভৈরব নদে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ