শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে মনিরুলের মনোনয়ন বাতিলের প্রতিবাদে অনশন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল-২ আসনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে নড়াইলে অনশন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল থেকে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে অনশন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা এবং রাত ৭টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নড়াইল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

অন্যান্যের মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টু, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুুরুল সাইদ বাবুসহ নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।

 

এসময় বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সিদ্ধান্ত পরির্বতন করে পুণরায় মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ করেন।

 

সমাবেশ থেকে শনিবার ( ২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চৌরাস্তা এলাকা থেকে মশাল মিছিল এবং রোববার (২৮ ডিসেম্বর) নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকা থেকে শুরু করে নড়াইল সদরের গাবতলা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়নের ঘোষণা দেন। পরবর্তীতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন

সর্বশেষ