নিজস্ব প্রতিবেদক :বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের মনিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম মনিরামপুর উপজেলার খানপুর, কাশিমনগর ও ঢাকুরিয়া ইউনিয়ন সহ কয়েকটি শাখার উদ্যোগে পৃথক পৃথক স্থানে এসব দোয়া মাহফিল আয়োজন করা হয়।
যশোর-৫ (মনিরামপুর) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস-এর নির্দেশনায় ঢাকুরিয়া ইউনিয়ন শাখার আয়োজিত দোয়া মাহফিলে বিভিন্ন এলাকার উলামায়ে কেরাম, ইমাম, খতীব ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি আসন্ন নির্বাচনে মাওলানা রশিদ বিন ওয়াক্কাসের বিজয় কামনা করেন।
বক্তারা বলেন, আলেম-উলামার ঘাঁটি খ্যাত মনিরামপুরে একজন যোগ্য, সাহসী ও আপোষহীন ইসলামী নেতৃত্ব হিসেবে মাওলানা রশিদ বিন ওয়াক্কাসকে প্রার্থী হিসেবে পেয়ে সাধারণ মানুষ ব্যাপকভাবে আশাবাদী। তাঁরা আরও বলেন, জনগণের অধিকার, ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর বিকল্প নেই।
এদিকে খানপুর ইউনিয়নের পেয়ারাতলা এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলেও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কাশিমনগর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশ ও গণতন্ত্রের সংকটময় মুহূর্তে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা এবং মাওলানা রশিদ বিন ওয়াক্কাসের মতো যোগ্য নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলগুলোতে দলীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

