শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় তাহযীবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও নতুন ভবন উদ্বোধন

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় তাহযীবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বাকপাড়া রোডে প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলাউদ্দীন।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আজম আশরাফুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার এবং চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ।
এছাড়াও প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি মাষ্টার রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি ড. আব্দুস শুকুর প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এই মাদ্রাসায় আরবি, ফারসির পাশাপাশি বাংলা, ইংরেজী ও গনিতসহ সকল বিষয়ে পড়ানো হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ