অভয়নগর (প্রেমবাগ) প্রতিনিধি
যশোরের অভয়নগরে এক্সেল ভেঙ্গে সিমেন্টভর্তি ট্রাক খাঁদে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মজুমদার ফুড প্রোডাক্ট মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের পাওয়া যায়নি।
জানা যায়, যশোর-খুলনা মহাসড়কের(নওয়াপাড়া- বসুন্দিয়া) পর্যন্ত রাস্তার উঁচু-নিচু ঢেউ এবং বেপরোয়া গাড়ির গতির কারণে ঘটছে অহরহ দুর্ঘটনা। এতে ঝুঁকিতে পড়ছে রাস্তায় চলাচল করা সাধারণ মানুষ সহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার সময় “মজুমদার ফুড প্রডাক্টস” মিলের সামনের যশোর-খুলনা মহাসড়কে যশোরগামী সিমেন্ট ভর্তি একটি ১০ চাকা ট্রাকের এক্সেল ভেঙ্গে যায়। তখন
গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে খাদে পড়ে যায়।তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
,গাড়িটির চালক রাকিব বলেন,অভয়নগরকে এখন শিল্প নগরী শহর বলা হলেও, রাস্তার এমন বেহাল দশা এবং অতিরিক্ত গাড়ীর চাপের কারনে গাড়ির চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছে। এবং প্রতিনিয়ত ঘটছে এমন সব দুর্ঘটনা।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল্লাহ বলেন, এক্সেল ভেঙ্গে সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছাই। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি

