একাত্তর ডেস্ক: সম্প্রতি পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগের পর গুঞ্জন ওঠে যে তিনি বিএনপিতে যোগ দিতে পারেন। তবে রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিম জারা জানিয়েছেন, বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর আগে শনিবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা করেন যে, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি ঢাকা-৯ আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। রোববার সকাল থেকে শুরু হওয়া স্বাক্ষর সংগ্রহ কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর সংগ্রহ করতে হয়। ঢাকা-৯ আসনে, যা খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত, মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০। সেক্ষেত্রে তাসনিম জারাকে ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী সোমবার।
তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে উঠেছি। আমার স্বপ্ন ছিল রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো দল বা জোটের প্রার্থী নই। আমি আপনাদের জন্য নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়াই চালাব। এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করছি।”
তিনি আরও উল্লেখ করেন, দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং সরকার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকলেও, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার একমাত্র ভরসা হলো স্থানীয় ভোটারদের সমর্থন। তিনি আশা প্রকাশ করেছেন, স্থানীয় মানুষদের আস্থা ও সাপোর্টের মাধ্যমে তার এলাকায় সেবার সুযোগ পাবেন।
সূত্র:ইত্তেফাক

