শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে জেঁকে বসেছে শীত,সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে তীব্র শীত ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান বাহিনী ঘাঁটির আবহাওয়া দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরেই যশোরে উত্তুরে হাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো জেলা। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলেনি, ফলে শীতে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও শ্রমজীবী মানুষ। তীব্র ঠান্ডার কারণে ভোরে কাজে বের হতে পারছেন না দিনমজুর ও রিকশাচালকরা। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কুয়াশা ও হিমেল বাতাসের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আরো পড়ুন

সর্বশেষ