নিজস্ব প্রতিবেদক:
যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের সদস্যরা জানতে পারে, জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় নিজ বসতবাড়িতে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছেন জামাল সরদার। এ তথ্যের সত্যতা যাচাই করে রোববার রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে জামাল সরদারকে গ্রেফতার করা হয় এবং বিশেষ কায়দায় সংরক্ষিত ১৪টি ককটেল বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত জামাল সরদারের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

