সাইফুজ্জামান মন্টুঃ বাগআঁচড়া প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়া সাত মাইল প্রাথমিক বিদ্যালয়ে ২৯ শে ডিসেম্বর সোমবার সকাল ৮ ঘটকায় সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ক মত বিনিময় সভা, এবং তৃতীয় মূল্যায়ন ২০২৫ এর ফলাফল প্রদান মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার প্রাথমিক অফিসার রেহেনা বানু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুন্নি আক্তার, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আশিকুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান মনি ও সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ।
অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শাহানাজ পারভীন প্রধান শিক্ষিকা, শহিদুল ইসলাম মন্তু সহকারী প্রধান শিক্ষক, মোছাঃ সালমা খাতুন সহকারী শিক্ষিকা, মোঃ আসমাতুল্লাহ আল গালিব পেশ ইমাম সাতমাইল জামে মসজিদ, মাওলানা আবুল বাসার সাত মাইল আলিম মাদ্রাসা শিক্ষক, মাওলানা মশিয়ুর রহমান সাতমাইল আলিম মাদ্রাসা শিক্ষক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুর রহমান। অনুষ্ঠানে অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

