শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে নিরাপত্তাহীনতায় গণসংহতি আন্দোলনের নেতা

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার দীর্ঘ ১৫ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক ও গণসংহতি আন্দোলন (জিএসএ) কর্তৃক গত ৫ই নভেম্বর মনোনীত কেন্দ্রীয় ঘোষিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ আলফাত হোসেন ও তাঁর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আলফাত হোসেন গ্রামের বাড়িতে না থাকাকালীন  কৈখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে এসে তাঁর মা ও স্ত্রীর সামনে অশ্লীল ভাষায় গালাগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে লক্ষ্য করে অপপ্রচার ও হুমকিমূলক বক্তব্য ছড়ায় সেই ইউনিয়ন যুবলীগ নেতা ।
এ ঘটনায় ভুক্তভোগী গণসংহতি আন্দোলন (জিএসএ) জেলা  সংগঠক মোঃ আলফাত হোসেন শ্যামনগর থানায় গত ১৫-১২-২০২৫ তারিখে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত বা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তাদের মতে, একজন রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এমন নীরবতা প্রশ্নবিদ্ধ। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে।
মোঃ আলফাত হোসেন বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারকে টার্গেট করা হয়েছে। থানায় জিডি করার পরও কোনো ব্যবস্থা না হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা কমিটির আহবায়ক মুনির চৌধুরী সোহেল বলেন,বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শ্যামনগর থানা প্রশাসনের ভূমিকা খুবই দুঃখজনক আমরা বিষয়টি প্রশাসনের উপর মহলে  জানাবো।
স্থানীয় সচেতন মহল সহ গণসংহতি আন্দোলনের জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  মোঃ খালেদুর রহমানের সাথে  মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ হয়নি।

আরো পড়ুন

সর্বশেষ