শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি  আবদুল হালিম অটল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফজ্জামান খান, ইউপি সদস্য কলোল দাস, ১১নং হাসানপুর ইউনিয়ন বিএনপি’র সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান।

  এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম, মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য  কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর পরীক্ষার মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্রীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।

 ফলাফল ঘোষণাকালে প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজ তোমাদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফসল পাওয়ার দিন। যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছ, তাদের অভিনন্দন। তবে মনে রাখবে, ফলাফলই জীবনের সবটুকু নয়। যারা আশানুরূপ ফল করতে পারোনি, তারা ভেঙে না পড়ে আগামীর জন্য আরও সচেষ্ট হও।”

অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সন্তানদের শুধু স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ করবেন না। বাড়িতে তারা নিয়মিত পড়াশোনা করছে কি না বা মোবাইল ফোনের অপব্যবহার করছে কি না, সেদিকে কড়া নজর রাখতে হবে। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক—উভয়ের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের আগামী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য এখন থেকেই কঠোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ