একাত্তর ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সন,দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে যশোরবাসী। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের মাতম শুরু হয়।
এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কার্যালয়ে কোরআন খতম শুরু হয়েছে এবং শোক বই খোলা হয়েছে,যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।
শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ নেতৃবৃন্দ। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় অধ্যাপক নার্গিস বেগম অশ্রুসজল চোখে বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আপোষহীন সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি। তার জীবন ও সংগ্রাম চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে শোকাহত যশোরবাসী নিজ নিজ অবস্থান থেকে দেশমাতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রেখেছেন।
এছাড়া জেলার আটটি উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন নেতাকর্মীরা বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
প্রেসক্লাব যশোর
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
এক যুক্ত বিবৃতিতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও নির্ভরতার অন্যতম প্রতীক। দেশের গণতান্ত্রিক পথযাত্রায় তিনি অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের কল্যাণে। আজীবন লড়েছেন স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সংবাদপত্র পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ অন্য সদস্যবৃন্দ।
বিৃতিতে তারা বলেছেন, বেগম খালেদা জিয়ার নানা ত্যাগ,সংগ্রাম, আর আপোষহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার বলিষ্ঠ নেতৃত্বের বড় প্রয়োজন জাতি যখন অনুভব করছিল, সে সময় তার চলে যাওয়া বড়ই বেদনার। তার মৃত্যুর সাথে বাংলাদেশের রাজনীতির একটি সমৃদ্ধ অধ্যায়ও হারিয়ে গেল। জাতি তাকে চিরদিন মনে রাখবে।
নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের জন্যে সমবেদনা জানিয়েছেন।
যবিপ্রবি
প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো.আব্দুল মজিদ।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
জেইউজে
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর
সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক শোক বার্তায় যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান,
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া
ছিলেন ঐক্য ও নির্ভরতার প্রতীক। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ,
প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বকে হারালো এবং রাজনৈতিক অঙ্গনে
সৃষ্টি হলো দীর্ঘমেয়াদি শূন্যতার। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায়
তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা
দিবে। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জেইউজে নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর বিদেহী
আত্মার মাগফিরাত কামনা করছে। একইসঙ্গে তাঁর পরিবার-পরিজন, সমর্থকদের
প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
সাংবাদিক ইউনিয়ন যশোর
প্রেস বিজ্ঞপ্তি:বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ। জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে। যা কখনও পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ বলেন,বেগম জিয়া আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার যে নিরলস সাধনার পাশাপাশি দেশের গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিতের বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ তাঁর রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
জাগরণী চক্র ফাউন্ডেশন
প্রেস বিজ্ঞপ্তি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৬) সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আজাদুল কবির আরজু জাগরণী চক্র ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন। এছাড়া মানবউন্নয়ন অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বহুমুখী অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শিক্ষায় প্রবেশাধিকার বাড়িয়ে তোলা, নারী ও কন্যাশিশুর জন্য সুযোগ বিস্তার এবং মৌলিক সামাজিক সেবাকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।এই শোকাবহ মুহূর্তে আমরা দেশের জন্য ঐক্য এবং সহমর্মিতার শক্তি কামনা করছি।
প্রেসক্লাব চৌগাছা
ভ্রাম্যমাণ প্রতিনিধি:বাংলাদেশের তিনবারের সফল প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বাংলার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল।
তারা আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকলেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অস্বীকার করার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে তার দৃঢ় অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার), সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রহিম (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রতিদিনের কথা), বাবুল আক্তার (দৈনিক মানবজমিন ও দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক (এফএনএস), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত (দৈনিক কালবেলা ও দৈনিক প্রজন্ম একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কামাল (মোহনা টিভি), সহ-দপ্তর সম্পাদক লাবলুর রহমান (দৈনিক অভয়নগর), প্রকাশনা সম্পাদক প্রভাষক আজিজুর রহমান (দৈনিক সময়ের আলো), সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফ (দৈনিক টেলিগ্রাম), সাহিত্য সম্পাদক আবু জাফর বিশ্বাস (দৈনিক জনতার ভোর), সহ-সাহিত্য সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খোলা কাগজ), সাংস্কৃতিক সম্পাদক ড. আব্দুস শুকুর (দৈনিক যশোর), সহ-সাংস্কৃতিক সম্পাদক মাস্টার আজম আশরাফুল (দৈনিক জনবানী), ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নান (দৈনিক আমার সংবাদ), সহ-ক্রীড়া সম্পাদক নাকিব খান (দৈনিক সংগ্রাম), ধর্ম সম্পাদক আব্দুল কাদের (দৈনিক বাংলার ভোর), পত্রিকা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ), সহ-পত্রিকা বিষয়ক সম্পাদক এসএ সিয়াম (দৈনিক রানার), নির্বাহী সদস্য ফখরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা), আব্দুল আলীম (দৈনিক আমার সময়) ও সদস্য জাহিদ হাসান ( দৈনিক বাংলার ভোর)।
বেনাপোল পৌর প্রেসক্লাব
বেনাপোল প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বেনাপোল পৌর প্রেসক্লাব।
মঙ্গলবার ভোর ৬টায়, ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
এক শোকবার্তায় বেনাপোল পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এই অপূরণীয় ক্ষতিতে শোকাহত সকলকে ধৈর্য ও সহনশীলতা দান করেন।
এ শোকবার্তায় বিশেষভাবে শোক প্রকাশ করেন বেনাপোল পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান বাবু, সাধারণ সম্পাদক সুমন হোসাইনসহ সংগঠনের সকল সদস্য। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

