শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছা হাকিমপুর হাই স্কুল: রাষ্ট্রীয় শোক ও সরকারি ছুটি উপেক্ষা করলেন প্রধান শিক্ষক!

আরো খবর

ভ্রাম্যমান প্রতিনিধি:
রাষ্ট্রীয় আদেশ লংঘন করে চৌগাছার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বুধবার (৩১ ডিসেম্বর) স্কুলের কার্যক্রম চলিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকহত। রাষ্ট্রীয় ভাবে তিন দিন শোক পালন ও ৩১ ডিসেম্বর বুধবার সরকারি, আধার সরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ সকল অফিস বন্ধ ঘোষনা করা হয়। কিন্তু কোন শক্তি বলে এই প্রধান শিক্ষক স্কুলের কার্যক্রম চালিয়েছেন তা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য এলাকাবাসী দাবি করছেন।

 

এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দৃঢ়চেতা ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ যখন শোকে মুহ্যমান, সেখানে তিনি রাষ্ট্রীয় শোক ও সরকারের নির্বাহী আদেশে বন্ধের দিনে স্কুল খোলা রেখে রীতিমতো রাষ্ট্রীয় আদেশকে অমান্য করেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের কোন ব্যাপারে কারো পরামর্শ নেননা। ৩১ ডিসেম্বর স্কুল বন্ধ থাকলেও তিনি জোরপূর্বক আমাদেরকে স্কুলে আসতে বাধ্য করেছেন। শিক্ষকরা বলেন, রাষ্ট্রীয় শোক ও নির্বাহী আদেশে অফিস বন্ধের দিন স্কুল চালানো ঠিক হবে না দাবি করলে তিনি বলেন, আমার স্কুলে আমার কথায় শেষ কথা। এখানে আমার আইন চলবে। আমি যেটা বলব সেটাই আইন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়। কিছু বাকী ছিলো তাই শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের ডেকে নেওয়া হয়েছে।

 

 

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ বলেন, প্রধান শিক্ষককে বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

চৗগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা পরিষদের সভাপতি তানভির আহমদ বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ