,কেশবপুর প্রতিনিধি: যশোর-৬ (কেশবপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর অনুসারীরা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি তা দাখিল করেননি। গত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত শেষ দিনে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মাধ্যমে আসনটিতে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে অমলেন্দু দাস অপু জানান, দলীয় কর্মীদের উৎসাহে মনোনয়ন ফরম তোলা হয়েছিল। তবে রাজনৈতিক ঐক্য ধরে রাখা এবং দলের প্রতি আনুগত্য প্রদর্শনের স্বার্থে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমাদের লক্ষ্য হতে হবে ধানের শীষের প্রতীককে বিজয়ী করা। নিজেদের মধ্যে কোনো গ্রুপিং না করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি নিজেও ধানের শীষের সঙ্গেই থাকব। এ আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী শহিদুল ইসলাম, জাতীয় পার্টি জি এম হাসান, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মাহবুব হাসান নিজ নিজ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। কেশবপুর উপজেলা নিয়ে যশোর-৬ আসন। এ আসনে বর্তমানে ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ্য ২৬ হাজার ৫৫৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৬শত ৭৩ জন। মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৮শত ৭৮ জন , হিজড়া ভোটার সংখ্যা ২ জন।

