নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের চিহ্নিত দুর্বৃত্ত ও একাধিক মামলার আসামি আজিজুর রহমান রিপন (৪৫) কে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্টিলের বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আটক রিপন পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।
কোতোয়ালি থানার (এসআই) আনিসুর রহমান খান সাংবাদিকদের জানান,গত ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মিকুল ব্রিকসের ভেতরে অভিযান চালানো হয়। সেখানে রিপন চাকু হাতে উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,আজিজুর রহমান রিপন একজন চিহ্নিত দুর্বৃত্ত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ছয়টি মামলা রয়েছে। চাকু উদ্ধারের ঘটনায় দ্রুত বিচার আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

