কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গত শনিবার (৩ জানুয়ারি) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিবাদ্য হলো “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাধান’ এর প্রশিক্ষণ সমন্বয়কারী মুনসুর আলী, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহিম, বসুন্তিয়া উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মাহবুবুর রহমান।
আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ড এর নির্বাহী পরিচালক সৈয়দ আকমাল আলী, সুবোধ মিত্র মেমোরিয়াল অর্টজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এসো বাঁচতে শিখি (এবাস) এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান-সহ বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

