কপিলমুনি (খুলনা)প্রতিনিধি:সামাজিক সেচ্ছাসেবী জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা) র ঢাকার কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পাইকগাছা শাখাকে সেরা সংগঠন হিসাবে যার মৃত্যুতে বিশ্বে প্রথম সড়ক দৃর্ঘটনা আন্দোলনের সুচনা হয়েছিল চিত্র নায়ক ইলিয়াসকাঞ্চনের পত্নি জাহানারা কাঞ্চন স্মৃতি পদক সম্মননা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচা হোটেলে সারা দেশব্যাপি প্রতিনিধি সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াসকাঞ্চনের এক মাত্র ছেলে মিরাজুল মঈন জয় দেশের সেরা সংগঠন হিসাবে পাইকগাছা শাখার ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক, দৈনিক ইত্তেফাকের পাইকগাছা প্রতিনিধি ,সভাপতি এইচ,এম,শফিউল ইসলামের হাতে ক্রেস্ট ও সনদ পত্র সম্মননা প্রদান করেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের পরিচালনায় বক্তব্য রাখেন মহা সচিব এসএম আজাদ হোসেন,গনি মিয়া বাবুল আব্দুর রহমান,সহ দেশের সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

