শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তীব্র শীতে কেশবপুরে হাসপাতালে রোগীর ভিড়,কম্বল বিতরণ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: তীব্র শৈত প্রবাহে কেশবপুরের হাসপাতালে রোগীদের ভিড়, প্রশাসনের পক্ষ থেকে দেড় হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করে মানুষের পাশে থাকার চেষ্টা।

 

গত ৭২ঘন্টায় কেশবপুরের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহে উপজেলার সাধারণ মানুষের জীবন যাত্রা থমকে গেছে। শীত জনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালে রোগীদের ভিড় জমাতে দেখা গেছে। কেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গত এক মাসের ৩৮০ জন রোগী ডাইরিয়া ও ঠান্ডায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাহী অফিসার রেকসোনা খাতুন রাতের আঁধারে অভাবী ও তৃণমূল মানুষের মাঝে ১ হাজার ৫২৭টি কম্বল বিতরণ করে সর্বসাধারণের প্রশংসা কুড়িয়েছেন। মঙ্গলবার

সারাদিন কেশবপুরের আকাশের সূর্য আলো দেখা মেলেনি। তাপমাত্রা সারাদিন ১১ থেকে ১৬ ডিগ্রি তাপমাত্রায় উঠানামা করেছে।

বোরো বীজতলা গুলো ইতিমধ্যে কোন ইনজুরিতে আক্রান্ত হয়েছে। তীব্র শীতের প্রভাবে বাজারে তরি-তরকারির দাম উর্ধ্বমুখী। প্রতি কেজি শীতের শাক-সবজি ১০ থেকে ৩০ টাকা কেজিতে বেশি দামে বিক্রি হতে দেখা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ